কুমিরের খামারে চাকরি, থাকতে হবে লেখার (Writing) দক্ষতা

দেশের বৃহত্তম কুমিরের খামার রেপটাইল ফার্ম লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে কনটেন্ট রাইটিং এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

মডেল: রবিউল হাসান, মোনালিসা মুন্নি ও নাহিদা আহমেদ।
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

  • পদের নাম: কনটেন্ট রাইটিং এক্সিকিউটিভ (এক্সপেরিয়েন্সড ইন কনটেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, পিআর রাইটিং, ক্যানভা)

  • পদসংখ্যা:
    যোগ্যতা: মার্কেটিং বিষয়ে বিবিএ বা ইংরেজি বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কনটেন্ট রাইটার, কপিরাইটার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। লেখা, সম্পাদনা ও বানান দেখার দক্ষতা থাকতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট, ব্লগ আর্টিকেল ও প্রেস রিলিজ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। ক্যানভাসহ ডিজাইন টুল ব্যবহার জানতে হবে।


কর্মস্থল: কলাবাগান, ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটার, অভিজ্ঞতার প্রমাণ ও পোর্টফোলিওসহ সিভি info@reptilesfarmbd.com এই ঠিকানায় মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে ‘Office Executive (Experienced in Content Writing, Social Media Posts, PR Writing, Canva)’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৩।

Post a Comment

0 Comments