জার্মানিতে ফ্রেডরিখ ইবার্ট বৃত্তি, স্বাস্থ্যবিমার সঙ্গে মাসে মিলবে ১২০০ ইউরো

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পড়তে যাওয়ার জন্য অন্যতম গন্তব্য জার্মানি। দেশটিতে কয়েকটি বৃত্তি নিয়ে পড়তে যাওয়া যায়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য দেশটি ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তির ঘোষণা দিয়েছে।



যোগ্যাতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। জার্মানি পিএইচডি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়।

শিক্ষাবৃত্তিটি জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একটি ফাউন্ডেশন থেকে দেওয়া হয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশনটি এ বৃত্তির ঘোষণা দিয়েছে। বিশ্বের ১০০টির অধিক দেশে এ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হয়। ফাউন্ডেশনের সদর দপ্তর জার্মানির বন ও বার্লিনে।


জার্মানির পুরোনো এই ফাউন্ডেশন উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট/ডক্টরাল স্টাডিজ প্রোগ্রামে শতভাগ বৃত্তি প্রদান করে। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে দক্ষ ও যোগ্য হয়ে উঠবেন। বিদেশি শিক্ষার্থীরা ১৯৭১ সাল থেকে পেয়ে আসছেন ইউরোপের ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তি।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই জার্মান ভাষায় দক্ষ হতে হবে;

  • সব বিষয়ের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;

  • এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা, সোভিয়েত–পরবর্তী প্রজাতন্ত্রগুলোর এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের (ইউরোপীয় ইউনিয়নভুক্ত) দেশগুলোর নাগরিক হতে হবে;

  • অবশ্যই পড়াশোনার উদ্দেশ্যেই আসতে হবে।


এ বৃত্তির সুযোগ-সুবিধা

    • বিদেশি শিক্ষার্থীদের প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো দেওয়া হবে;

    • কোনো টিউশন ফি দিতে হবে না;

    • ফাউন্ডেশন থেকে স্বাস্থ্যবিমা মিলবে;

    • জার্মানিতে বিনা অর্থে অধ্যয়ন ও জার্মান সংস্কৃতি বিকাশে গবেষণা করার সুযোগ

    • বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ থাকবে;


আবেদন যেভাবে

  • ফ্রেডরিখ স্টিফটাং বৃত্তির আবেদন অনলাইনে করতে হবে;

  • আবেদন অবশ্যই জার্মান ভাষায় করতে হবে;

  • নির্বাচক কমিটি ভর্তি ও বৃত্তির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

প্রতিবছর ১৫ জন বিদেশি শিক্ষার্থীকে ফ্রেডরিখ স্টিফটাং বৃত্তির জন্য মনোনীত করা হয়। এ বৃত্তির জন্য ক্লিক করুন এখানে।

Post a Comment

0 Comments