কলেজের একাদশ শ্রেণির বেতন জানুয়ারি মাস থেকেই

5/5 - (2 votes)

কলেজের একাদশ শ্রেণির বেতন জানুয়ারি মাস থেকেই নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে। সারা দেশের কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২৬ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। এরই মধ্য একাদশ শ্রেণিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন জানুয়ারি থেকে আদায়ের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২৩ জানুয়ারি ২০২৩ তারিখে ঢাকা শিক্ষা বোর্ড এই সংক্রান্ত এক বিজ্ঞপিতে এই নির্দেশনা দিয়েছে।

২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

ভর্তি নীতিমালা অনুসরণ করেই বেতন আদায়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন মাধ্যমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মাসিক বেতন ২০২৩ সালের জানুয়ারি থেকে আদায় করতে হবে।

উল্লেখ্য, অনলাইন আবেদনের মাধ্যমে কলেজে ভর্তির জন্য নির্ধাচিতদের (২ ধাপের) মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। এখন ৩য় ধাপের আবেদন কার্যক্রম শুরু চলছে। গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ সন্ধ্যায় একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এরপর ৯ ও ১০ জানুয়ারি ২০২৩ তারিখে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হয়।

পছন্দক্রম অনুযায়ী, প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয় ১২ জানুয়ারি ২০২৩ তারিখে। একই দিনে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হয়। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি ২০২৩ তারিখে। তৃতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি চলবে ২২ থেকে ২৬ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।

The post কলেজের একাদশ শ্রেণির বেতন জানুয়ারি মাস থেকেই appeared first on Edu Daily 24.

https://ift.tt/afKknUw
বিজ্ঞাপনঃ গৃহ শিক্ষক/শিক্ষিকা দিচ্ছি/নিচ্ছি
বাংলা মিডিয়াম / ইংলিশ মিডিয়াম / ইংলিশ ভার্সন
Play- O & A Level নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী সকল বিষয়
PrivateTutorsbd.com
মোবাইলঃ ০১৭৪২-৭৯৬৯৬৯
সমগ্র ঢাকায় শিক্ষক / শিক্ষিকা দেওয়া হয়।
Facebook Page: https://ift.tt/JoFLAw3
Facebook Group: https://ift.tt/o6Dupya
Instagram Id: https://ift.tt/61OS8vL
LinkedIn Page: https://ift.tt/o8pv36c
প্রিয় অভিভাবক, ঢাকায় গৃহ শিক্ষিকা/শিক্ষকের প্রয়োজনে এখনই কল দিনঃ ০১৭৪২-৭৯৬৯৬৯ (PrivateTutorsbd.com)

Post a Comment

0 Comments