পবিত্র শবে মেরাজ কবে ২০২৩, তারিখ ঘোষণা, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি

5/5 - (2 votes)

পবিত্র শবে মেরাজ কবে ২০২৩, জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে ১৪৪৪ হিজরি সালের (আরবি) পবিত্র রজব মাস গণনা শুরু হবে। ফলে ১৮ ফেব্রুয়ারি ২০২৩ (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। ২৩ জানুয়ারি ২০২২ (সোমবার) সন্ধ্যায় বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

শবে মেরাজ ২০২৩ যেভাবে পালিত হবে

প্রতি বছরের মতো এবারও পবিত্র শবে মেরাজ উপলক্ষে দেশের সব মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠানে এবং সামষ্টিক উদ্যোগে মহানবীর (সা.) মিরাজ সংক্রান্ত আলোচনা, মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হবে।

শবে মেরাজ অর্থ কি, এর বিশেষত্ব ও গুরুত্ব?

ফারসি ‘শব‘ অর্থ রাত। আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থও রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। শবে মেরাজকে আরবিতে লাইলাতুল মেরাজ বলা হয়। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামী ২২ মার্চ।

লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন। 

শবে মেরাজ উপলক্ষ্যে ছুটি

অনেক মুসলিম দেশের মতো বাংলাদেশেও লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ উপলক্ষ্যে এই দিনটিতে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি অর্থাৎ বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এই দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হয়।

The post পবিত্র শবে মেরাজ কবে ২০২৩, তারিখ ঘোষণা, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি appeared first on Edu Daily 24.

https://ift.tt/afKknUw
বিজ্ঞাপনঃ গৃহ শিক্ষক/শিক্ষিকা দিচ্ছি/নিচ্ছি
বাংলা মিডিয়াম / ইংলিশ মিডিয়াম / ইংলিশ ভার্সন
Play- O & A Level নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী সকল বিষয়
PrivateTutorsbd.com
মোবাইলঃ ০১৭৪২-৭৯৬৯৬৯
সমগ্র ঢাকায় শিক্ষক / শিক্ষিকা দেওয়া হয়।
Facebook Page: https://ift.tt/JoFLAw3
Facebook Group: https://ift.tt/o6Dupya
Instagram Id: https://ift.tt/61OS8vL
LinkedIn Page: https://ift.tt/o8pv36c
প্রিয় অভিভাবক, ঢাকায় গৃহ শিক্ষিকা/শিক্ষকের প্রয়োজনে এখনই কল দিনঃ ০১৭৪২-৭৯৬৯৬৯ (PrivateTutorsbd.com)

Post a Comment

0 Comments