বাংলাদেশ বার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ pdf

বাংলাদেশ বার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ৬ ক্যাটাগরির পদে মোট ১৭ জনকে নিয়োগ দেবে এই সংস্থা। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ নভেম্বর থেকে, চলবে ২০ ডিসেম্বর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা।

পদের নাম, সংখ্যা ও যোগ্যতা

১. পদের নাম : সহকারী পরিচালক (ডিউস কালেকশন)

  • পদের সংখ্যা : ২টি
  • গ্রেড: ৯
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
  • যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে অ্যাকাউন্টিং বা বাণিজ্য বিভাগে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি/বিকম (পাস) এমকম (প্রথম শ্রেণি)। হিসাবসংক্রান্ত কাজে নূন্যতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম : সহকারী পরিচালক (অডিট)

  • পদের সংখ্যা : ১
  • গ্রেড: ৯
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
  • যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে বাণিজ্য বিভাগে স্নাতকসহ স্নাতকোত্তর/বিকমসহ (পাস) এমকম (প্রথম শ্রেণি) ও সিএসিসি কোর্স সম্পন্ন। অডিটসংক্রান্ত কাজে নূন্যতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম : সহকারী পরিচালক (ট্রেনিং, এনরোলমেন্ট)

  • পদের সংখ্যা : ৩
  • গ্রেড: ৯
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
  • যোগ্যতা: যেকোনও বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি/ স্নাতক ডিগ্রিসহ প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম : এলডিএ কাম কম্পিউটার অপারেটর

  • পদের সংখ্যা : ৭
  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে অন্তত ৩০ শব্দ এবং সাঁটলিপিতে মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে।

৫. পদের নাম : এলডিএ কাম টেকনিশিয়ান

  • পদের সংখ্যা : ২
  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে অন্তত ৩০ শব্দ থাকতে হবে। হার্ডওয়্যার ও নেটওয়ার্কিংয়ের কাজে পারদর্শী হতে হবে।

৬. পদের নাম : এলডিএ

  • পদের সংখ্যা : ২
  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

প্রার্থীর বয়সসীমা

২৪ নভেম্বর ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ সময়সীমার মধ্যে রয়েছে, তারাও আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা http://barcouncil.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি

সহকারী পরিচালক পদের আবেদন ফি ১১২০ টাকা (সার্ভিস চার্জসহ) ; এলডিএ কাম কম্পিউটার অপারেটর, এলডিএ কাম টেকনিশিয়ান ও এলডিএ পদের আবেদন ফি ৫৬০ টাকা (চার্জসহ) টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে SMS-এর মাধ্যমে জমা দিতে হবে।

বাংলাদেশ বার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ বার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ pdf - Bangladesh bar council job circular 2022 pdf https://www.barcouncil.gov.bd http://barcouncil.teletalk.com.bd
বাংলাদেশ বার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Bangladesh bar council job circular 2022 pdf

Bangladesh bar council job circular 2022 pdf : https://www.barcouncil.gov.bd

The post বাংলাদেশ বার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ pdf appeared first on Edu Daily 24.

https://ift.tt/bSfFK5q
গৃহ শিক্ষক/শিক্ষিকা দিচ্ছি/নিচ্ছি বাংলা মিডিয়াম / ইংলিশ মিডিয়াম / ইংলিশ ভার্সন Play- O & A Level নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী সকল বিষয় PrivateTutorsbd.com মোবাইলঃ ০১৭৪২-৭৯৬৯৬৯ সমগ্র ঢাকায় শিক্ষক / শিক্ষিকা দেওয়া হয়।
Facebook Page: https://ift.tt/JktdnB1 Facebook Group: https://ift.tt/AXYhfnm Instagram Id: https://ift.tt/MQscNy9 LinkedIn Page: https://ift.tt/3hsQCr8

Post a Comment

0 Comments