৪৫ তম বিসিএসে পদ সংখ্যা ২৩০৯টি : কোন ক্যাডার কত পদ

৪৫ তম বিসিএসে পদ সংখ্যা ২৩০৯টি থাকবে বলে জানা গেছে। ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বর মাসের শেষ দিকে প্রকাশ হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ। কিছু দিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে চাহিদাপত্র পাঠিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বরাবর। এই চাহিদাপত্র অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে ২৩ ধরনের ক্যাডারে মোট ২৩০৯ জন নেওয়া হতে পারে বলে জানা গেছে।



৪৫তম বিসিএসের নিয়োগ কার্যক্রমের মাধ্যমে ২৩০৯ জন নেওয়া হলে এটিই হবে বিগত পাঁচ বিসিএসের মধ্যে সর্বোচ্চ পদসম্বলিত বিসিএস। ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি সংখ্যক জনবল নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, ৫৩৯ জন চিকিৎসক। সংখ্যার দিক থেকে এর পরেই আছে শিক্ষা ক্যাডার, ৪৩৭ জন। এই বিসিএসের নন-ক্যাডার পদ এখনো নির্ধারিত হয়নি।

বিগত ৫টি বিসিএসের মধ্যে ৪৫তম বিসিএসেই সবচেয়ে বেশি সংখ্যাক ক্যাডার পদ। এর মধ্যে ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। 

৪৫তম বিসিএসে কোন ক্যাডারে কত জন

  • স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ জন (সহকারী সার্জন ৪৫০ জন ও ডেন্টাল সার্জন ৭৯ জন)
  • শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন
  • প্রশাসন ক্যাডারে ২৭৪ জন
  • পুলিশ ক্যাডারে ৮০ জন
  • কাস্টমস ক্যাডারে ৫৪ জন
  • আনসার ক্যাডারে ২৫ জন
  • কর ক্যাডারে ৩০ জন এবং
  • পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ বাদবাকি ক্যাডারে ৮৭০ জন নেওয়া হবে।

কোন বিসিএসে কত পদ

  • ৩৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে পদ ১ হাজার ৮০৩টি
  • ৩৬তম বিসিএসে পদ ২ হাজার ১৮০টি
  • ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬টি
  • ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪টি
  • ৪০তম বিসিএসে পদ ১ হাজার ৯০৩টি
  • ৪১তম বিসিএস ক্যাডার পদ ২ হাজার ১৩৫টি
  • ৪৩তম বিসিএস ক্যাডার পদ ১ হাজার ৮১৪টি
  • ৪৪তম বিসিএস ক্যাডার পদ ১ হাজার ৭১০টি
  • ৪৫তম বিসিএসে ক্যাডার পদ ২৩০৯টি
  • ৪৫তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে নভেম্বরের শেষ সপ্তাহে http://www.bpsc.gov.bd ওয়েবসাইটে।

The post ৪৫ তম বিসিএসে পদ সংখ্যা ২৩০৯টি : কোন ক্যাডার কত পদ appeared first on Edu Daily 24.

https://ift.tt/SMXhits
গৃহ শিক্ষক/শিক্ষিকা দিচ্ছি/নিচ্ছি
বাংলা মিডিয়াম / ইংলিশ মিডিয়াম / ইংলিশ ভার্সন
Play- O & A Level নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী সকল বিষয়
PrivateTutorsbd.com
মোবাইলঃ ০১৭৪২-৭৯৬৯৬৯
সমগ্র ঢাকায় শিক্ষক / শিক্ষিকা দেওয়া হয়।
Facebook Page: https://ift.tt/5gZqbiv
Facebook Group: https://ift.tt/MLAWIB6
Instagram Id: https://ift.tt/xv2Drya
LinkedIn Page: https://ift.tt/FiXxpWe

Post a Comment

0 Comments